বোকা হারামের হামলায় নাইজেরিয়ায় ৪ সেনা ও ১০৯ জঙ্গি নিহত

SHARE

naijeriya2শুক্রবার সকালে নাইজেরিয়ার একটি শহরতলিতে হামলা চালিয়েছে কট্টরপন্থী সংগঠন বোকো হারাম। সদস্যরা। নাইজারের সেনাবাহিনীও ওই হামলা প্রতিরোধে পাল্টা-অভিযান চালিয়ে কমপক্ষে ১০৯ জঙ্গিকে হত্যা করেছে।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

নাইজেরিয়ার বর্নো প্রদেশের সীমান্তের অপর পাশে নাইজারের এ শহরতলিটি অবস্থিত।

সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বোসো শহরতলিতে এ লড়াইয়ে চার সেনা সদস্য ও এক বেসামরিক মানুষ নিহত হন।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রী মাহামাদু কারিদজো এ পরিসংখ্যান দিয়েছেন। তবে উভয় পক্ষে আহতের সুনির্দিষ্ট কোন সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি।

বোসো শহরতলিতে হামলার পর বহু বাসিন্দা পালিয়ে প্রাণ রক্ষা করেন। তবে সেনাবাহিনীর সফল অভিযানে বোকো হারাম সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।