রাজাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ উদ্দীনকে যাত্রীবাহী বাসে পেট্টল বোমা হামলা চালানোর সময় আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত দশটার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বলাই বাড়ি এলাকায় পুলিশ প্রটোকলে থাকা গাড়ির মধ্যে ঈগল পরিবহনে প্রেট্টল বোমা মারার সময় তাকে আটক করা হয়।
গুরুতর আহতাবস্থায় ঝালকাঠি সিনিয়ার সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন ও রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান তাকে আটক করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে গুরুতর হওয়ায় তকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাজ উদ্দীন সদর উপজেলার ছত্তকন্দা গ্রামের মো. আলী সিকদারের ছেলে।
রাজাপুর থানার ওসি (অপারেশন) এজেডএম মাসুদুজ্জামান জানান, উপজেলার বলাই বাড়ি এলাকায় পুলিশ প্রটোকলে থাকা গাড়ির মধ্যে ঈগল পরিবহনে পিকেটিং শুরু করে প্রেট্টল বোমা মারার সময় গুরুতর আহতাবস্থায় তাজ উদ্দীনকে আটক করা হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। গাড়ির ৪/৫ জন যাত্রী আহত হলেও কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
আটক শিবির নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।