নারীদের সৌন্দর্য চর্চা শয়তানের কাজ: আইএস

SHARE

is5নারীর ভূমিকা নিয়ে ইসলামিক স্টেট যোদ্ধাদের মনোভাব কি ধরনের, তার একটি রূপরেখা অনলাইনে প্রকাশ করেছে সিরিয়া এবং ইরাকে সংগঠনটির সমর্থকরা।

বৃটেনের উগ্রপন্থা-বিরোধী একজন চিন্তাবিদ এটি ইংরেজিতে অনুবাদ করেছেন।

তাতে বলা হয়েছে, আইএস মনে করে, নারীদের সৌন্দর্য চর্চা শয়তানের কাজ।

আইএস এর সমর্থকরা ওই লেখাটিতে বলতে চেয়েছেন যে, নারীর সমতা অর্জনে পশ্চিমা মডেল ব্যর্থ হয়েছে।

তাদের মতে, নারীদের শিক্ষিত হতে হবে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে। তবে তা সাত বছর থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। এরপর তাদের বিয়ে দিতে হবে এবং নিজেদের সবার সামনে থেকে আড়াল করে ফেলতে হবে।

নথিতে আরও বলা হয়েছে, ফ্যাশন-বুটিক এবং সৌন্দর্য চর্চার যেসব পার্লার বা দোকানপাট রয়েছে তা হচ্ছে শয়তানের কাজ।

বিবিসির একজন সংবাদদাতা জানান, উপসাগরীয় আরব দেশ, বিশেষত সৌদি আরবের নারীদের আইএস সংগঠনে নিয়োগের ব্যাপারে আকৃষ্ট করার লক্ষ্যেই মূলত এই নথিটি প্রকাশ করা হয়েছে।– বিবিসি।