পার্বত্য চট্টগ্রামে তিনটি জেলায় প্রবেশের জন্য এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বিদেশি নাগরিকদের। জেলা তিনটি হল- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় জেলা প্রশাসকদের এ নির্দেশনা জানানো হয়েছে।
ফ্যাক্সবার্তায় জানানো হয়েছে, ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে- কূটনৈতিক বাদে যেকোন বিদেশি নাগরিককে তিন পার্বত্য জেলায় যাওয়ার এক মাস আগে অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।
বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফ্যাক্সবার্তায় পার্বত্য জেলাগুলোর জন্য মোট ১১টি নির্দেশনা জারি করা হয়েছে।