তাইওয়ানে ট্রান্স এশিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জন।
বুধবার ৫৮ যাত্রী নিয়ে তাইপেই থেকে চিনের কিনমেন দ্বীপের দিকে উড়াল দেয় ফ্রান্সে তৈরি ট্রান্স এশিয়ার বিমান ATR72।। টেক অফের একটু পরই শুংসান বিমানবন্দরের কাছে কিলুং নদীতে হঠাৎই ভেঙে পড়ে বিমানটি।
বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের কাজ এখনও চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তাইওয়ান প্রশাসন। বিমানের যাত্রীদের মধ্যে অধিকাংশই চিনের মূল ভূখণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।