কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমায় নিহতদের মধ্যে দুইজন যশোরের। এরা হলেনÑ শহরের ঘোপ এলাকার বাসিন্দা নূরুজ্জামান পপলু (৫০) ও তার মেয়ে মাইশা (১৫)। দগ্ধদের মধ্যে রয়েছেন পপলুর স্ত্রী মাহফুজা বেগম মিতা।
নিহত পপলুর ছোট ভাই যশোর শহর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান ডাব্লু বলেন, ‘ভাই, ভাবি ও তাদের মেয়ে চার দিন আগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সোমবার রাতে তারা সেখান থেকে ফিরছিলেন। প্রাথমিক খবর জানার পর আমার বড়ভাই পাট গবেষণা কেন্দ্রের পরিচালক আসাদুজ্জামান ও এক বোন ঢাকা থেকে ভোরে কুমিল্লা রওনা হন। তারা কুমিল্লা জেনারেল হাসপাতালে কিছু সময় আগে লাশ দুটি শনাক্ত করেছেন।’
নূরুজ্জামান পপলু পেশায় ঠিকাদার ছিলেন। শহরের ঘোপ সেন্ট্রাল রোডে তার বাড়ি। তিনি শহরের অতি পরিচিত মুখ। তার মেয়ে মাইশা যশোর পুলিশ লাইন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। পপলুর বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তারা এখনও দুর্ঘটনার খবর জানেন না। পপলুর ভাই কামরুজ্জামান ডাব্লু বলেন, ‘ভাবি মাহফুজা বেগম মিতার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তবে তিনি আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।’




