এবার অবরোধ-হরতালে নাশকতাকারীদের গুলি করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের নির্দেশ চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে তিনি এ নিদের্শনা চান। জনবিরোধী অবরোধ-হরতালের বিরুদ্ধে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)।এর আগে বিজিবি প্রধান ও সমাজকল্যাণ মন্ত্রী নাশকতাকারীদের গুলি করার কথা বলেছিলেন।
দুই নেত্রীকে আলোচনায় বসার বিষয়ে সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, “অনেকে বলেন, দুই নেত্রীকে আলোচনায় বসতে হবে।একজন দেশের রাষ্টনায়ক এবং সফল প্রধানমন্ত্রী, আর অন্যজন ব্যর্থ প্রধানমন্ত্রী। তার সঙ্গে কিসের আলোচনা?” সমাবেশ থেকে নাশকতাকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মো.আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেছা বক্তব্য রাখেন।