রাজধানীতে সংঘর্ষ, শিবির কর্মী গুলিবিদ্ধ, বাসে আগুন

SHARE

action3রাজধানীর কদমতলী থানার জাপান মার্কেটের সামনে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে এক শিবির কর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ শিবির কর্মীর নাম আব্দুল হামিদ (২২)। তিনি ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।
ওদিকে, রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মাওয়া-গাজীপুর রুটে চলাচলকারী প্রচেষ্টা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় আক্তার হোসেন (৫০) নামে বাসের এক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় একই সময়ে শাহজাদপুরে একটি ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। এসময় মিছিল থেকে তারা কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া সড়কে আগুন ধরিয়ে অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।