ফের তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব

SHARE

sakib27দারূণ এক সুসংবাদ নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্রিকেটের তিন ফরম্যাটেই ফের সেরা অলরাউন্ডারের তকমা উঠেছে দেশসেরা এই ক্রিকেটারের গায়ে।

টেস্ট ও টি-টোয়েন্টিতে আগ থেকেই শীর্ষে থাকলেও গত বছরের ডিসেম্বরে অ্যাঞ্জেলো ম্যাথুজের কাছে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারাতে হয়েছিল সাকিবকে। নিজে না খেললেও ম্যাথুজের বাজে পারফরমেন্স আবার সাকিবকে সেই সিংহাসনে বসিয়ে দিল।

সাকিব আল হাসান একটি দিক সব ক্রিকেট মহারথীকে ছাড়িয়ে গেছেন। ক্রিকেটে ব্যক্তিগত র্যা ঙ্কিং চালু হওয়ার পর আর কোনো ক্রিকেটারের পক্ষেই তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থানে নাম লেখানো সম্ভব হয়নি। সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন ফরম্যাটের ক্রিকেটেই শীর্ষে উত্তীর্ণ হয়েছেন, তাও একবার নয়, দু’দুবার।

সোমবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যা ঙ্কিং অনুযায়ী সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩।  নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজে অনুজ্জ্বল পারফরমেন্সের কারণে শীর্ষস্থান হারানো অ্যাঞ্জেলো ম্যাথুসের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯৩। ৩৮৯ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।