বিদেশিরা হরতাল উপভোগ করে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এরপর এক বিদেশির বক্তব্য উদ্বৃত করে তিনি বলেন, “আজ প্রেস ব্রিফিংয়ের আগে তাকে ইউএনএইডসের এ দেশীয় পরিচালক লিউ ক্যানি বলেছেন ‘হ্যাপি হরতাল’ ”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশে হরতাল দিতে তো কোনো কারণ লাগে না।  ইচ্ছে করলেই হরতাল দেয়া যায়।”
        তিনি আগামী ২০ থেকে ২৩ নভেম্বর ঢাকায বৃহত্তম বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে জানান, এতে বিদেশি প্রতিনিধি ও ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। এ সময় কোনো হরতাল না দেয়ার জন্য বিরোধী দলের প্রতি অনুরোধ জানান।
            
	


