মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১০ কর্মী আটক

SHARE

arrest বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে অভিযান চালিয়ে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার হামিদুল আলম জানান, সোমবার ভোরে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলা থেকে ২ জন, গাংনী থেকে ৩ জন ও মুজিবনগর থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, ২০ দলের ডাকা অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
এদিকে লাগাতার অবরোধের পাশাপাশি রোববার সকাল থেকে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচিতে সোমবারও সকাল থেকে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।