রাজশাহীতে বাসে ককটেল, ট্রাকে পেট্রোলবোমা

SHARE

pettrol bomaরাজশাহীতে যাত্রীবাহী একটি বাসে ককটেল ও দুটি ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে  দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন বাসটির চালক ও অন্যজন ওই বাসের যাত্রী।

রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাস চালকের নাম আবুল হোসেন (৪০)। সে চাঁপাইনবাবগঞ্জ সদরের আজমের ছেলে। তবে আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
রাজশাহীর পুঠিয়া থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, রোববার রাত ১১টার দিকে সিলেটগামী একটি বাস পুঠিয়া উপজেলার বানেশ্বর পেট্রোল পাম্পের কাছে এলে ককটেল ছোঁড়ে দুর্বৃত্তরা।এদিকে প্রায় একই সময় রাজশাহীর কাটাখালী জুট মিল এলাকায় পেট্রোল বোমা ছুঁড়ে দু’টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজশাহীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ট্রাকের সামনের অংশ আগুনে পুড়ে গেছে। তবে  এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চলমান অবরোধের মধ্যে রোববার থেকে ৭২ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।