শ্রীলঙ্কা সফরে যেতে চান না ম্যাকেঞ্জি

SHARE

আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যেতে চান না জাতীয় দলের ব্যাটিং পরামর্শক দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। তিনি সীমিত ওভারের ক্রিকেটের জন্য বাংলাদেশ দলের সাথে চুক্তিবদ্ধ হলেও পাশাপাশি টেস্ট দলের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। লাল বলের ক্রিকেটেও ম্যাকেঞ্জির দক্ষতা ব্যবহার করতে আগ্রহী ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগারদের আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ম্যাকেঞ্জি কেন যেতে চাচ্ছেন না তা পরিস্কার নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘কেন শ্রীলঙ্কা সফরে যেতে চান না ম্যাকেঞ্জি, তা এখনো পরিস্কার নয়। ম্যাকেঞ্জির সাথে এখনও পরিষ্কার কথা হয়নি। তিনি কি শুধু এই সফরেই যেতে চাইছে না, নাকি আগামীতেও টিম বাংলাদেশের ব্যাটিং কোচ পদে আর থাকতে ইচ্ছুক নন, তা আগে জানা দরকার। আমরা এখনও ম্যাকেঞ্জির কাছ থেকে সেই খবরটি পাইনি। আরও কথাবার্তা রয়েছে।’

আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আকরাম বলেন, ম্যাকেঞ্জির সমস্যার কথা জানার পরই বিসিবি চূড়ান্ত নেবে। তবে এখন শ্রীলঙ্কা সফরে ম্যাকেঞ্জি যেতে রাজি না হওয়ায় ইতোমধ্যে বিকল্প হিসেবে দুই-তিনজন কোচের সাথে আলোচনা করেছে বিসিবি। আকরাম বলেন, ‘আমাদের হাতে আরও বিকল্প আছে। ম্যাকেঞ্জি না গেলে তার বদলে দুই-তিনজনের আলোচনা করে আমরা বাছাই করব। সেটা এখনও চূড়ান্ত নয়। তবে ক্রেইগ ম্যাকমিলান ওই তালিকায় আছেন। কাজেই তার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না।’