অফিসে এসেই জানতে পারলাম ইমারত হোসেন ইমু পরিচালিত ”সেইভ দি চিল্ড্রেন” পূর্নদৈর্ঘ চলচ্চিত্রের শ্যুটিং হচ্ছে কমলাপুরে। তাই ছুটে গেলাম কমলাপুরে। বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকতে হলো নায়িকা টিনার সাথে কথা বলার জন্য। অবশেষে প্রোডাকশন বয় এসে বললো ভাইয়া ম্যাডাম আপনাকে যেতে বলেছেন। মেকাপ রুমে ঢুকতেই খুব বিনয়ের সাথে টিনা আমাকে সালাম দিয়ে সরি বলা শুরু করলো। আমার প্রথম প্রশ্ন ছিলো আপনার নামটা কে রেখেছেন? মৃদু হেসে বললো আমার আসল নাম মনিকা আক্তার পপি। ছবির পরিচালক নাম পরিবর্তন করে টিনা রেখেছেন। আর তাই টিনা নামেই আমার মিডিয়াতে পথচলা। জানতে চাইলাম বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। ইমারত হোসেন ইমু পরিচালিত ”সেইভ দি চিল্ড্রেন” ছাড়াও আরো নতুন দুইটা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আরো কয়েকটা ছবির ব্যাপারে কথা হচ্ছে। তাছাড়া টেলিফিল্ম সবকিছু পেছনে ফেলে, এক ঘন্টার নাটক শ্যূটিং প্যাকাপ, স্বপ্নকন্যসহ আরো কয়েকটা নাটকে কাজ করছি। কিছুদিন হলো কেয়া লন্ড্রি সোপ এর বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি। এক কথায় বলতে গেলে এখন আমি কাজ নিয়ে খুবই ব্যস্ত। কথা শেষ না করতেই আমি প্রশ্ন করলাম মিডিয়াতে কাজ করে আপনার কি মনে হচ্ছে এবং কতদূর যাওয়া সম্ভব? টিনা সুন্দর করে গুছিয়ে বললেন, দেখেন যতি সততা থাকে এবং নিষ্ঠার সাথে কাজ করা যায় তাহলে প্রতিটা ক্ষেত্রেই অনেক দূরে যাওয়া সম্ভব। আমি বলবো মিডিয়াতে কাজ করেই বাংলাদেশের কৃষ্টি কালচার সবার মাঝে তুলে ধরা সম্ভব। তাছাড়া আমি আমার সততা, মেধা দিয়ে কাজ করে যাবো, বাকিটা আল্লাহর ইচ্ছ। হঠাৎ করে পিছন থেকে ডাক আসলো ম্যাডাম ক্যামেরা রেডি। উঠতে উঠতে বললো সরি ভাইয়া আমাকে যেতে হবে। আরেকদিন বাসায় আসবেন চা খেতে খেতে বাকি কথা হবে। স্পট সূত্রে জানতে পারলাম ছবিটি বাংলাদেশসহ ২৭টি দেশে মুক্তি পাবে।
রিপোর্টারঃ জহির রায়হান