বার্তোমেউ কাপুরুষ এবং নির্বোধের মতো প্রলাপ বকছে!’

SHARE

লা লিগায় তো শিরোপা জোটেনি, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এসে বার্সেলোনার জীর্ণ রূপটা প্রকাশিত হয়ে পড়েছে। কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাচে ৮-২ গোলে ভরাডুবির পর হতাশ বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ প্রতিশ্রুতি দিয়েছেন যে, ক্লাবে বড় পরিবর্তন আনা হবে। কিন্তু বার্তামেউয়ের এই মন্তব্যে বেজায় চটে গেছেন ক্লাবটির সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা। তিনি বার্তামেউকে ‘কাপুরুষ’ এবং ‘নির্বোধ’ বলেও উল্লেখ করেছেন।

আবারও বার্সেলোনার সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করা লাপোর্তা এক সাক্ষাতকারে বলেছেন, ‘এমন কষ্টের হারের পর সভাপতি বার্তোমেউয়ের কথায় আবারও তার কাপুরুষতা ও নির্বুদ্ধিতার ইঙ্গিত পাওয়া যায়। নিজের ও বোর্ডের অযোগ্যতার কারণে বার্সেলোনার ভবিষ্যতের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছে সে।’

শুক্রবার রাতে চ্যম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ৮-২ গোলে হেরে ছিটকে পড়ে প্রতিযোগিতাটির পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। পুরো ম্যাচেই বার্সেলোনা ছিল নিষ্প্রাণ, খেলা ছিল অগোছালো। এমন শোচনীয় হারের কারণে ক্লাবটির মাঠে ও মাঠের বাইরের নানা সমস্যা প্রকাশিত হয়ে গেছে। সমর্থকেরা প্রচণ্ড ক্ষুব্ধ। ম্যাচের পর মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছিলেন, ‘ভবিষ্যতের জন্য ক্লাবে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বেশ কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব জানানো হবে।’