করোনামুক্তির পর প্রকাশ্যে অমিতাভ, মায়ের স্মৃতিতে লাগালেন গুলমোহর

SHARE

সদ্য করোনা থেকে আরোগ্য লাভ করে বাড়ি ফিরেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। করোনামুক্তির পর প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। নিজের বাড়িতেই লাগালেন একটি গুলমোহর গাছের চারা। গুলমোহর গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে অমিতাভের অনেক স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতিচারণাই করলেন তিনি।

বৃক্ষরোপণের ছবি ইনস্টাগ্রামে টুইট করে অমিতাভ বচ্চন লেখেন, এই বিশাল গুলমোহরগাছটা একটা চারা হিসেবে পুঁতেছিলাম আমি, যখন আমাদের প্রথম বাড়ি প্রতীক্ষায় আসি ১৯৭৬ সালে। সম্প্রতি ঝড়ে এটা উপড়ে যায়। কিন্তু ১২ অগস্ট আমার মায়ের জন্মদিনে আমি একই জায়গায় ওঁনার নামে একটা গুলমোহরগাছের চারা পুঁতলাম। একেবারে এক জায়গায়!

গত মাসের দ্বিতীয় সপ্তাহে করোনার সংক্রমণ ধরা পড়ে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনসহ ঐশ্বরিয়া রায় বচ্চন ও আরাধ্যা বচ্চনের। প্রথমে দুজন নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সংক্রমণ ধরা পড়ার প্রথম এক সপ্তাহ হোম আইসোলেশনে রাখা হয়েছিল ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। ১৯ জুলাই তাদের স্থানান্তরিত করা হয় নানাবতী হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে চারজনই ফিরেছেন বাড়িতে।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।