খালেদার অফিস সংলগ্ন মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ

SHARE

mobile networkবিএনপি চেয়ারপারসনের অফিস সংলগ্ন মোবাইলফোন নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে। ফলে ওই অফিস ছাড়াও নিকটবর্তী ২০০ মিটারের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটর কোম্পনির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিএনপি অফিসের চারপাশের ৬০ ট্রান্সিভার বেস স্টেশনের তরঙ্গ নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ২০টি, ১৫টি রবি’র এবং বাংলালিংক এর ১৮টি বেস স্টেশন রয়েছে।

এদিকে গত ৩ জানুয়ারি থেকে নেটওয়ার্ক কিছুটা সীমিত করা হয়েছিল বলেও জানা গেছে।

সূত্র মতে, গত ৩ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বিটআরসি’র জনৈক নির্বাহীকে মৌখিক ওই জোনে নেটওয়ার্ক সীমিত করার অনুরোধ জানানো হয়েছিল। তবে এলাকাটি কুটনৈতিক জোন সংযুক্ত হওয়ায় এখানকার হাজারের অধিক গ্রাহকের দুর্ভোগের কথা বিবেচনায় তারা বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। পরবর্তীতে মৌখিক অনুরোধের বদলে লিখিত আদেশ দেয়া হয়েছে। আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভয়েস ও ডাটা সেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে।