প্রেমের ক্ষেত্রে বেশিরভাগ নারীর মত যে পুরুষ সঙ্গীটিই প্রথমে প্রেমের কথা জানাবেন৷ অনেকে আবার পুরুষের প্রেম নিবেদনকেই নিয়ম বলে ভাবেন৷ সাধারণত যেকোনো সিনেমাতেও প্রেমের বিষয়ে অগ্রণী ভূমিকায় থাকেন পুরুষই৷ নায়িকা হিরোকে প্রোপোজ করছেন এমন খুব কম ছবিতই দেখা গিয়েছেন৷ কিন্তু প্রশ্নটা একটু আলাদা৷ প্রেমের ক্ষেত্রে মহিলারা প্রথমে তাদের মনের কথা মনের মানুষটিকে জানান না কেন? কি কারণে মনে মনে ভালোবাসলেও মনের কথা মুখে আনতে এত দ্বিধা নারীর মনে? আসলে প্রেম নিবেদন করার প্রাকাল্লে মেয়েদের মনে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে যে মেয়েরা চাইলেও প্রথম প্রেম নিবেদন করতে পারেন না৷
প্রেম নিবেদন করার আগে রিজেক্ট হওয়ার ভয়টা সক্কলেরই থাকে৷ কিন্তু মেয়েদের কাছে সেটা অন্যধরণের৷ আসলে কোনো ছেলের কাছে রিজেক্ট হওয়ার বিষয়টা মেয়েরা মেনে নিতে পারেন না৷ তাই ছেলেটি যদি না বলে দেয় এই ভয়েই মেয়েরা আর প্রেম নিবেদনের দিকে এগোন না৷
প্রেমের ক্ষেত্রে অন্তত মেয়েদের চাইতে ছেলেদের আত্মবিশ্বাস অনেক বেশি থাকে৷ ছেলেদের আর কিছু থাকুক বা না থাকুক কেবলমাত্র আত্মবিশ্বাসে ভর করেই একটি ছেলে একটি মেয়েকে প্রেম নিবেদন করতে পারে৷ কিন্তু মেয়েরা আত্মবিশ্বাসের অভাবেই এ বিষয়ে মার খান৷
বর্তমান প্রজন্মের মেয়ের একটু বেশিই স্বাধীনচেতা৷ সেই কারণে তারা ভাবেন, প্রেম শুরু করার পর যদি তার স্বাধীনতায় হস্তক্ষেপ শুরু হয়৷ একথা না মানলেও একটি পুরুষই নারীকে দমিয়ে রাখার চেষ্টা করেন৷ এই কারণে প্রেম নিবেদনেও পিছিয়ে আসেন মেয়েরা৷
ছেলেরা কোনো মেয়েকে প্রোপোজ করছেন এটা যতটা স্বাভাবিক একজন মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করবে সেটা আমাদের দেশে এখনও ততটা স্বাভাবিক নয়৷ সেকারণেই যেকোনো মেয়ে ভাবে, প্রপোজ করলে ছেলেটি যদি তাকে বেহায়া ভাবে?
অতীত সকলের জীবনেই বর্তমান৷ কিন্তু অতীতের পিছুটান অত্যন্ত বেদনাদায়ক৷ দুজনের ব্রেকআপ হওয়ায় পরেও অনেকে নতুন সম্পর্কে জড়াতে ভয় পান৷ অনেক মেয়েই ভাবেন নতুন কাউকে প্রপোজ করতে গেলে কোনো ভাবে যদি তার প্রাক্তন প্রেমিক নতুন প্রেমিকের বন্ধু হয়? এই কারণেই অনেকে প্রোপোজের দিক থেকে পিছিয়ে আসেন৷