যাত্রাপথে বিমানটির কো-পাইলট ফোন করে

SHARE

nikhojbimanমালয়েশিয়ার নিখোঁজ বিামানটি যাত্রার পর এর কো-পাইলট মোবাইল থেকে ফোন করার চেষ্টা করেছেন। এএফপি।

একজন কর্মকর্তা জানান, রাডার থেকে বিমানটি হারিয়ে যাওয়ার আগ মুহূর্তে তিনি ফোন করার চেষ্টা করেছিলেন।

মালয়েশিয়ার ‘নিউ স্ট্রেইটস টাইমস’ জানিয়েছে, কো-পাইলটের করা ওই ফোনকলটি আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। কারণ, বিমানটি টেলিযোগাযোগ টাওয়ার হতেখুব দ্রুত বেগে ছুটে চলছিল।

প্রতিবেদনটির তথ্য খতিয়ে দেখছে মালয়েশিয়ার সরকার।

মালয়েশিয়াএয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ

রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করারএক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।