ঠাকুরগাঁওয়ে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

SHARE

bsfঠাকুরগাঁও হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে সাব্বির (১৪) নামে বাংলাদেশী এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সকাল সাড়ে ৮টায় সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের ফুলবাড়ি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে। আটক সাব্বির ওই উপজেলার ধুগরীয়া গ্রামের জমির উদ্দিন তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বিরকে নিয়ে তার পিতা জমির উদ্দিন সীমান্ত ঘেঁষা ক্ষেতে কৃষি কাজ করছিল।। এ সময় ভুলক্রমে ৩৬৭ নম্বর পিলার এলাকার দিয়ে সাব্বির ভারতীয় ভুখণ্ডে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস সত্যতা নিশ্চিত করে বলেন আটক শিশুকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। তবে বিএসএফ শিশুটিকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।