পৃথিবীর ইতিহাসে কোনো পাবলিক কোম্পানির করা সর্বোচ্চ মুনাফার নতুন রেকর্ড করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল’।
‘আইফোন সিক্স’ এবং ‘সিক্স প্লাস’ নির্মাতা কোম্পানিটি বলেছে, গত বছরের শেষ তিন মাসে তারা মোট ১৮শ’ কোটি ডলার মুনাফা করেছে।
আইফোনের রেকর্ড বিক্রিই এর কারণ – বলেছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানিটি।
২০১৪ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত তিন মাস সময়ে তারা আইফোন বিক্রি করেছে ৭৪ কোটি ৫০ লক্ষ।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, আইফোনের চাহিদা ছিল ‘বিস্ময়কর’। বাজার বিশ্লেষকদের প্রত্যাশাও ছাড়িয়ে গেছে এই বিক্রি।
কোনোপাবলিক কোম্পানির করা মুনাফার অংকের মধ্যে এটাই সর্বোচ্চ।
এর আগে ২০১২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে আমেরিকান তেল-গ্যাস এক্সন-মোবিল কোম্পানি সর্বোচ্চ প্রায় ১৬০০ কোটি ডলার মুনাফা করেছিল।
এ্যাপল এবার চীনে যে পরিমাণ আইফোন বিক্রি করেছে – তা এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিক্রিকেও ছাড়িয়ে গেছে।
তবে অ্যাপলের আইপ্যাড বিক্রি হতাশ করেছে এবারও। গত বছর এর বিক্রি কমে গেছে প্রায় ১৮ শতাংশ। – বিবিসি