ভারতে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে আইবিএম

SHARE

ibmআগামী কয়েকমাসের মধ্যেই ভারতের বিভিন্ন শাখা থেকে প্রায় পাঁচ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে আইবিএম। সংস্থার লাভের আয় ইদানিংকালে খুব একটা আশাপ্রদ না হওয়ায় এই সিদ্ধান্তের দিকে এগোতে চলেছে আইবিএম। সেই সঙ্গে তারা চালু করতে চলেছে নতুন প্রযুক্তি যেমন ক্লাউড কম্পিউটিং। ফলে বাড়তি কর্মী রাখার কোনও যুক্তি কর্তৃীপক্ষ পাচ্ছেন না।

ভারতে আইবিএম-এর প্রায় এক লাখ তিরিশ হাজার স্থায়ী কর্মী রয়েছে। সেক্ষেত্রে পাঁচ হাজার কর্মীর চাকরি যাওয়া মানে প্রকারন্তরে সংস্থারই লাভ। কারণ স্থায়ী কর্মীদের থেকে অস্থায়ী বা কনট্রাকচ্যুয়াল কর্মী নিয়োগ করা অনেক লাভজনক বলে মনে করা হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্সের এক ই-মেলের জবাবে আইবিএম-এর তরফে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা যে পাঁচ হাজার ছাড়াতে পারে, তার সম্ভাবনা নাকোচ করছে না আইবিএম।