৩৪মত বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

SHARE

pscটানা অবরোধের মধ্যেই আজ  থেকে শুরু হচ্ছে ৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এর আগে গত ১৮ই ডিসেম্বর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে। এতে ৯ হাজার ৯৬৬ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। পিএসসি সূত্র জানিয়েছে, থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে অবশিষ্ট প্রার্থীদের সময়সূচি প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি অফিসে প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, পূর্ব নির্ধারিত সময়ানুযায়ীই মৌখিক পরীক্ষা হবে। অবরোধের কারণে সময়সূচি পরিবর্তন করা হবে না। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ই ফেব্রুয়ারি ৩৪ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ২৪শে মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হলেও কোটাপ্রথা বিতর্কের কারণে পিএসসিকে তিনবার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে হয়।