জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন এমাজউদ্দীন

SHARE

amazuddinচলমান সঙ্কট নিরসনে একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ। তিনি বলেছেন, এই সরকারের প্রধান কাজ হবে প্রজাতন্ত্রের সকল কর্মকা- যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতিকে বর্তমান মহাসঙ্কট থেকে উত্তরণে সহায়তা করতে পারে। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব উত্তাপন করেন। এ প্রস্তাবে বিএনপি জামায়াতপন্থি হিসেবে পরিচিত নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধিও সমর্থন জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, শুধু নির্বাচনের মাধ্যমে সঙ্কটের কোন সমাধান হবে না। আরাফাত রহমান কোকোর জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। যদিও জানাজা রাজনৈতিক কিছু নয়। কিন্তু নিগৃহিত মানুষ নিঃশব্দ প্রতিবাদের উপকরণ হিসেবে এটিকে ব্যবহার করেছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে এই বিপুল মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা যায়নি। তিনি বলেন, বাংলাদেশ ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে। ধীরে ধীরে আমরা আফগানিস্তান ইরাকের মতো পরিস্থিতির দিকে যাচ্ছি। এ অবস্থায় ভেতর অথবা বাইর থেকে তৃতীয় শক্তির আর্ভিভাব ঘটতে পারে। সুশীল সমাজের ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন।