দুবাই থেকে ফিরলেন আটকে পড়া ২৬২ বাংলাদেশি

SHARE

করোনাভাইরাস মহামারীর মধ্যে দুবাইয়ে আটকে পড়া ২৬২ জন দেশে ফিরেছেন। আজ রবিবার ভোর ৪টা ৩০ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান এ কথা জানিয়েছেন।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন প্রবাসী শ্রমিক, বিভিন্ন সময়ে দুবাই গিয়ে আটকে পড়া পর্যটক ও চিকিৎসা নিতে যাওয়া রোগী।
এদিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনিরা জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীদের প্রত্যেকের কাছে সেই দেশে ইস্যুকৃত স্বাস্থ্যসনদ ছিল। এ জন্য তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সনদ নিয়ে এলে সংশ্লিষ্ট যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুবাই থেকে আগত যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায়নি।
এর আগে, গত ২২ মে এমিরেটস এয়ারলাইনসের ইকে-২৬৩২ ফ্লাইটে দেশে আসেন ২৩০ আমিরাত প্রবাসী।