নতুন করোনা রোগী ছাড়া প্রথম দিন পার করল চীন

SHARE

চীনে নতুনভাবে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে আজ শনিবার জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আজই প্রথম এরকম দিন পার করছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়। তারপর এই ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে অন্তত ৫৩ লাখ ১৮ হাজার ৫০ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তিন লাখ ৪০ হাজার দু’শ ৩০ জন।

তার মধ্যে চীনে করোনা আক্রান্ত হয়েছে ৮২ হাজার নয়শ ৭১ জন এবং মারা গেছে চার হাজার ছয়শ ৩৪ জন। বর্তমানে সে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা মাত্র ৭৯ জন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট