ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

SHARE

চট্টগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হালদা নদী থেকে ডলফিন হত্যা বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করেন ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের এটাই প্রথম আদেশ।এর আগে গতকাল সোমবার হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করা  হয়।  সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন জনস্বার্থে এ রিট দায়ের করেন।রিটে মৎস্য সচিব, পরিবেশ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে ডলফিন হত্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।