এবার করোনার উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু

SHARE

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের (৫৭) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ গণমাধ্যমকে জানান।

করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ বলেন, গত ৮ মে রাত ৮টা ৫ মিনিটে করোনার উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হন খলিলুর রহমান। তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেকের ডেথ সার্টিফিকেটে খলিলুর রহমানের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে তার মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।