রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত

SHARE

রাজধানীর মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী হোসেন টিটু নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মোহাম্মদপুরের বসিলার তিনরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, গত ১ এপ্রিল রাতে লকডাউনের মধ্যে রাজধানীর কলেজগেটে বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় সংঘটিত ডাকাতিতে জড়িত ছিলেন টিটু।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর জোন) আনিস উদ্দিনের ভাষ্যমতে, দুইটি এলাকায় ডাকাতির সঙ্গে সরাসরি যুক্ত সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজুকে (২৫) গত রবিবার (১২ এপ্রিল) রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ওই ডাকাতিতে আলী হোসেন টিটুর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। সে অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে বসিলা এলকায় গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে আলী হোসেন টিটু মারা যান।

আনিস উদ্দিন বলেন, টিটু ডাকাত চক্রটির মূল হোতা। তার নেতৃত্বের রাজধানীতে ডাকাতিগুলো সংঘটিত হয়েছিল।