দিল্লির ক্যান্সার হাসপাতাল করোনার হটস্পট

SHARE

ভারতের দিল্লিতে করোনা আতঙ্ক বাড়ছেই।এই আতঙ্ক আরও বাড়িয়ে দিল একটি ক্যান্সার হাসপাতাল।হাসপাতালটি করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ক্যান্সার হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৮ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে। এই ২৮ জনের মধ্যে চারজন ক্যান্সার রোগী।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্যান্সার আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অত্যন্ত দুর্বল হয়ে যায়। আর করোনা মোকাবেলায় শক্তিশালী ইমিউনিটি একমাত্র ঢাল। এই পরিস্থিতিতে ক্যান্সার হাসপাতালে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে।

হাসপাতালেরই এক ডাক্তার এখানে প্রথম কোভিড-১৯ ছড়ান বলে জানা গেছে।

ওই ডাক্তারের ভাই ব্রিটেন থেকে ফেরেন। আইসোলেশনে না থেকে একই বাড়িতে একসঙ্গে বাস করছিলেন তাঁরা।

ডাক্তারের প্রথম করোনা ধরা পড়ে। তাঁর থেকেই এই ভাইরাস হাসপাতালের অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।