করোনা রুখতে মাস্ক না পরেই কিমের বৈঠক! সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

SHARE

করোনাভাইরাসের তাণ্ডব চলছে বিশ্বজুড়ে।এদিকে, বিশেষজ্ঞদের নির্দেশ হেলায় উড়িয়ে মাস্ক না পরেই বৈঠক করলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন।

একটা কথা প্রচলিত আছে যে, কিম জং উনের আপন দেশে আইনকানুন সর্বনেশে। এই প্রবাদকে ফের সত্যি প্রমাণ করলেন কিম নিজেই।

বিভিন্ন সংবাদ সংস্থা দাবি করেছিল, কিমের সেনারা করোনা আক্রান্ত বেশ কিছু রোগীকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে হত্যা করেছিল। কারণ কিমের কঠোর নির্দেশ ছিল, দেশে কিছুতেই করোনা ছড়াতে দেবেন না। এটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে দুনিয়ায়। কিন্তু এসবের থোড়াই কেয়ার করেন কিম।

এবার দেখা গেল অভিনব কাণ্ড। করোনা প্রতিরোধের উপায় বের করতে সেনা কর্মকর্তা ও পার্টির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে রবিবার নিজের প্রাসাদে জরুরি বৈঠকে বসেছিলেন কিম।এই সংক্রান্ত ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার সরকার। তা ভাইরাল হয়েছে টুইটারে।

সেখানে দেখা যাচ্ছে আজব দৃশ্য। করোনা নিয়ে বৈঠক। অথচ কারও মুখে মাস্ক নেই। নেই গ্লাভসও। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে চেয়ারম্যান তথা সর্বাধিনায়ক কিম জং উন বৈঠকে সভাপতিত্ব করছেন। একটি বিশাল গোল টেবিলের চারপাশে সেনা কর্মকর্তা, মন্ত্রীরা দু’ফুটের কম দূরত্বে বসে রয়েছেন। অথচ কেউ মাস্ক পরে নেই।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কিম জংকে তীব্র কটাক্ষ করা হয়েছে। তাঁকে নিয়ে মিম তৈরি হয়েছে, হাসির রোল উঠেছে।

জানা গেছে, বৈঠকে ঠিক হয়েছে, করোনা রুখতে আরও কঠোর পদক্ষেপ করবে উত্তর কোরিয়া। বাড়ি বাড়ি গিয়ে নমুনা পরীক্ষা করা হবে। লাগাতার নজরদারি চালানো হবে। সেনা ব্যারাক, পুলিশ চৌকি, থানা, অফিস, কিছুই বাদ যাবে না।