সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ পুনঃগঠন করেছেন নতুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আপিল বিভাগের এক নম্বর আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বসবেন।
অপর বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অপর বেঞ্চ জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে বিচার কাজ পরিচালনা করবেন।
এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি ঈমান আলী ও বিচারপতি এ এ এইচ এম শামছুদ্দিন মানিক চৌধুরী। ইতিপূর্বে এ বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা।
শনিবার সকাল ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শপথগ্রহণের পর আপিল বিভাগের বেঞ্চ দুটি পুনঃগঠন করেন।