নিজামুদ্দিন মসজিদে যাওয়া ৮ মালয়েশিয়ার নাগরিক আটক দিল্লিতে

SHARE

নিজামুদ্দিন মসজিদে তাবলিগ জামাতে যাওয়া আট মালয়েশিয়ার নাগরিককে আটক করল দিল্লি বিমানবন্দর। গত মাসেই দিল্লির নিজামুদ্দিনে এই সমাবেশে এসেছিলেন তারা। রবিবার ভারত থেকে বিশেষ বিমানে করে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা যায়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা বিবৃতি অনুসারে, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের নেপথ্যে রয়েছে ৩৩ শতাংশ জামাত-যোগ। প্রসঙ্গত, মার্চের প্রথম সপ্তাহ থেকে শত শত কর্মীরা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজামুদ্দিন সদর দপ্তরে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় সেই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করে মোইদ সরকার। দু’হাজারের বেশি অংশগ্রহণকারীরা ছিলেন বিদেশি।

সমাবেশের মাঝে প্রায় ৮০০ জন বিদেশি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। রিপোর্ট অনুযায়ী, ৩০৭২টি করোনা পজিটিভ কেসের মধ্যে ১০২৩ জন ছিলেন ওই সমাবেশের অংশগ্রহণকারী। বৃহস্পতিবার ভিসা বিধি লঙ্ঘনের জন্য তাবলিগ জামাতের সাথে যুক্ত ১,৩২০ বিদেশিকে ব্ল্যাক লিস্টেড করা হয়।