করোনায় আক্রান্ত হয়ে ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জ মারা গেছেন

SHARE

ব্রিটিশ কমেডিয়ান ইডি লার্জ করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। এই কমেডিয়ানের ছেলে রায়ান জানিয়েছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে করোনায় লার্জের মৃত্যু হয়েছে। অনেক আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন এই কমেডিয়ান।

লার্জের মৃত্যুতে মাইকেল বেরিমোর, টমি ক্যানোনসহ অসংখ্য তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। ইডি লার্জের আসল নাম এডওয়ার্ড ম্যাকগিনিস।

১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিবিসি ওয়ানের জনপ্রিয় মুখ ছিলেন লার্জ। তার ‘লিটল অ্যান্ড লার্জ’ নামের একটি শো তাকে দারুণ জনপ্রিয় করে তুলেছিলো।

লার্জের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা লার্জকে ভীষণ মিস করবো। একজীবনে তার অর্জন অনেক। মানুষকে হাসাতে খুব ভালোবাসতেন। তার উপর শান্তি বর্ষিত হোক।’ অভিনেত্রী কেট রবিনস লেখেন, ‘শান্তিন্তে থাকুন প্রিয় মানুষ, জয়ী মানুষ।’