সরকারি তহবিলে ১৬ লাখ টাকা দিল কোস্ট ট্রাস্ট

SHARE

করোনাভাইরাস মোকাবেলায় দরিদ্র মানুষদের জন্য উপকূলীয় আটটি জেলার স্থানীয় প্রশাসনের হাতে ১৬ লাখ টাকা তুলে দিল বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট।

চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, ঝালকাঠি, পটুয়াখালি, বরিশাল, কক্সবাজার এবং ফেনী জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যথাক্রমে ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকা করোনা ভাইরাস মোকবেলায় সরকারি তহবিলে দেওয়া হয়। তবে বিশেষ করে ভোলা জেলায় ১ লাখ এবং চরফ্যাশন ও কুতুবদিয়া উপজেলায় যথাক্রমে ৫০ হাজার এবং ২ লাখ টাকা দেওয়া হয়।

কোস্ট ট্রাস্টের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সার্ভিস চার্জ থেকে সরকারি তহবিলে টাকা দেওয়া হয়েছে। এই টাকা দরিদ্র মানুষদের চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে খরচ করা হবে। এ ছাড়া করোনাভাইরাসে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে কোস্ট ট্রাস্ট।