রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি হলে তল্লাশি চালিয়ে ৫ আবাসিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে কি অভিযোগে ওই ৫ শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে তা সুস্পষ্টভাবে বলতে পারেনি পুলিশ।
শুক্রবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী হলে এই তল্লাশি চালায় রাজশাহী মহানগর পুলিশের কয়েকটি দল।
জানা যায়, সমাবর্তনে রাষ্ট্রপতির আগমণ উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে কয়েকদিন ধরে বিভিন্ন হলে তল্লাশি চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের লতিফ ও আমীর আলী হলে তল্লাশি চালিয়ে ওই ৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
এর আগে ১১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে ১৪ সাধারণ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় পরদিন মুচলেকা নিয়ে মতিহার থানা থেকে ছেড়ে দেয়া হয়।
একইভাবে ১৫ জানুয়ারি রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলে তল্লাশি চালানো হয়।