রাজধানীতে দুই বাসে আগুন : জবি ছাত্রী দগ্ধ

SHARE

bus fire17রাজধানী ঢাকায় শনিবার সকালে ২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে অজ্ঞাত ব্যক্তিরা বাসে আগুন দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া রাজধানীর বাইরে শুক্রবার রাত থেকে কয়েকটি বাস ও ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ঘোষিত অবরোধের ১২তম দিন চলছে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এবং ও পৌনে ৯টার দিকে কদমতলী থানার রায়েরবাগে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। রায়েরবাগে বাসে দেয়া আগুনে দগ্ধ হয়েছেন সুলতানা ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী।

সকাল ৯টার দিকে ক্লাস থাকায় নারায়ণগঞ্জ থেকে ‘স্বদেশী পরিবহনের’ বাসটিতে সুলতানা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসার পথে রায়েরবাগে অজ্ঞাত কয়েকজন তাতে আগুন ধরিয়ে দেয়। দ্রুত নামার আগেই সুলতানাসহ ৪-৫ জন দগ্ধ হন।

স্থানীয়রা উদ্ধার করে সুলতানা ইসলামকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আগুনে তার বাঁ পায়ের হাঁটুর নিচের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় কেন হতাহত খবর পাওয়া যায়নি।