করোনার ২০টি টিকা আবিষ্কারের কাজ প্রায় শেষ

SHARE

করোনাভাইরাসের আক্রমণ শুরু হওয়ার পরপরই বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কারের কাজ শুরু করে দিয়েছিলেন। তাদের লক্ষ্য ছিলো যারা এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদেরকে রক্ষা করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের এমন প্রায় ২০টি প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। তবে অনুমোদন পেয়ে বাজারে আসতে আরো ১৮ মাস সময় লেগে যেতে পারে। কেননা টিকাগুলো মানুষের জন্য নিরাপদ কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বেশ সময় লেগে যায়।

ইতিমধ্যেই গত সোমবার যুক্তরাষ্ট্রে একটি টিকার মানবদেহে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। যার ফলাফল আসতে আরো ১২ মাস সময় লাগবে।