রাজধানীতে বাসের ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু

SHARE

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের মোটরসাইকেলচালক আব্দুল মজিদ (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী সুমি আক্তার। চিকিৎসকরা বলছেন, সুমির শারীরিক অবস্থাও সংকটাপন্ন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

জানা গেছে, নিহত মজিদের বাবার নাম দেলোয়ার হোসেন মণ্ডল। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। তিনি ঢাকার সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর ‘গাজীপুর পরিবহন’ নামের বাসটিসহ এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই সজিব হোসেন রাজু জানান, মজিদ রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেল চালাতেন। সকালে যাত্রী সুমিকে নিয়ে বিমানবন্দর রোড দিয়ে যাচ্ছিলেন। তখন লা মেরিডিয়ান হোটেলের পাশের রাস্তায় গাজীপুর পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মজিদ ও সুমি গুরুতর আহত হন।