টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

SHARE

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-বাংলাদেশ। টস জিতে ইতোমধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকরা। প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিকরা মাঠে নামছে সিরিজ জয়ের লক্ষ্যে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর একটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজ নির্ধারনী ম্যাচটি ।

এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৬৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে সিরিজ জয়ে অত্মবিশ্বাসী মাশরাফির দল। আর এ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে স্বাগতিকরা। সিরিজ জয়ের সেঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ জয়ের লক্ষ্য থাকবে স্বাগতিকদের। এদিকে জয়ের মাধ্যমে সিরিজে ফেরার আশা জিম্বাবুয়ের।

মঙ্গলবার ৭৪তম বারের মত একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ৭৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

সম্ভাব্য জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), শেন উইলিয়ামস, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন, রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মাটুমবডজি, ডোনাল্ড ট্রিপানো, ক্রিস এমপোফু, কার্ল মুম্বা।