মধ্যপ্রাচ্যের আরো এক দেশে ছড়াল করোনাভাইরাস

SHARE

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক রোগীর সন্ধান পাওয়ার তথ্য নিশ্চিত করেছে কাতার। আজ শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তি ইরান থেকে কাতারে ফেরেন। তিনি ৩৬ বছর বয়স্ক। করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় ওই ব্যক্তি কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

মধ্যপ্রাচ্যে দেশগুলোর মধ্যে করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ গেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও লেবাননে। মালয়েশিয়াতেও করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।