মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের জয়েন ওয়ারকিং কমিটির বৈঠক স্থগিত শ্রমবাজার আপাতত খুলছে না
মালয়েশিয়ার শ্রমবাজার শেষ পর্যন্ত খুলছে না। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ মালয়েশিয়া উভয় দেশের যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকেই শ্রমবাজার খোলার কথা থাকলেও তা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণার পর বৈঠকের সিদ্ধান্তটি বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মুনিরুছ সালেহীন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরই তারা বৈঠকের সিদ্ধান্ত টি আপাতত স্থগিত করেন পরবর্তী সময়ে আবার যেকোনো সময়ে বৈঠকটি হবে বলে আমরা প্রত্যাশা করছি।