রাজধানীতে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

SHARE

রাজধানীর কদমতলীতে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কাওসার হামিদ খান (৪৫), হেলাল উদ্দিন (৫০) ও বাবু শেখ (৩৬)।

ডিএমপি ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের রোবারি প্রিভেনশন দলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোলায়মান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৫ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, চার বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও চারটি প্রিন্টারের কালি জব্দ করা হয়েছে।

তাঁরা প্রত্যেকে জাল টাকা ক্রয়-বিক্রয় ও প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।