আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি বাদীর

SHARE

রাজধানীর পল্লবী থানায় নিয়ে মো. ইশতিয়াক হোসেন জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক শুনানি শেষ করেছে বাদীপক্ষ। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যুক্তিতর্ক শুনানি হয়।

বাদীপক্ষের শুনানি শেষ হওয়ার পর আসামিপক্ষ শুনানি শুরু করে, কিন্তু শুনানি শেষ না হওয়ায় বিচারক কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার আবার শুনানির দিন ধার্য করেন। গত ৯ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর আদালত গতকাল যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করে।

থানায় নিয়ে জনিকে নির্যাতন করে হত্যার ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি। আদালত ২০১৬ সালের ১৭ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।