তাজমহলের পাশে গোবর জ্বালানো নিষিদ্ধ

SHARE

tajmoholভারতের বিখ্যাত শ্বেত পাথরের সমাধিসৌধ তাজমহলকে বায়ু দূষণমুক্ত রাখতে আগ্রা বাসিন্দাদের রান্নার জ্বালানি হিসেবে গোবর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।

আগ্রায় অবস্থিত শ্বেত মর্মরের তৈরি ১৭শ’ শতাব্দীর সমাধিসৌধ তাজমহল দেখতে প্রতিবছর ভারতে লাখ লাখ পর্যটক আগমন করে থাকে। কর্তৃপক্ষ এই সুরমা ভবনটিকে বায়ু দূষণ মুক্ত রাখতে দীর্ঘ দিন ধরে প্রাণপন চেষ্টা চালিয়ে আসছেন ধারণা করা হচ্ছে বায়ু দূষণের কারণে শ্বেত পাথরগুলো ধীরে ধীরে হলদে রং ধারণ করছে। তাই তাজমহলের দেয়াল, গম্বুজ ইত্যাদি অংশে কার্বনের প্রভাব কমাতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

তাজমহল নামে পরিচিত এলাকার চেয়ারম্যান প্রদীপ ভাটনগর এএফপিকে বলেন, ‘বিভিন্ন সময় এই উদ্বেগ দেখা দিয়েছে যে, তাজমহলের রঙ পাল্টে যাচ্ছে।’

তিনি বলেন, তাই সাম্প্রতিক এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, নগরসীমার মধ্যে গরুর গোবর জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত।

তিনি বলেন, এর একটি নান্দনিক দিকও আছে। আমরা চাই না, নগরীর দেয়ালগুলোতে গোবর লাগানো থাক।