অবরোধের দেশ অচল, রাজধানী বিচ্ছিন্ন, দাবি জামায়াতের

SHARE

jamat logoবিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধে গোটা দেশ অচল এবং রাজধানী ঢাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছে জোটের শরিক জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এমন দাবি করেন।

এ সময় ২০-দলীয় জোটের ঘোষিত মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন অব্যাহত রেখে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর বলেন, ‘আওয়ামী জোট সরকার ক্রমেই গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা ২০০৮ সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে দেশের জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও হঠকারিতার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির জবাব জনগণ ২০১৪ সালের ৫ জানুয়ারি দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের জনগণ ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে আওয়ামী তাণ্ডবের বিপক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে। জোর করে ক্ষমতা দখলকারী আওয়ামী জোট সরকার জনগণের এই ভূমিকা থেকে শিক্ষা না নিয়ে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে।’

জামায়াত সেক্রেটারি দাবি করেন, ‘আওয়ামী জোট সরকার দেশে যে দুঃশাসন, জুলুম-নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা তার দায় নিতে রাজি নয়। এজন্য আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় অংশগ্রহণ না করে দলের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এরপরও স্বৈরাচারী, অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের শিক্ষা না হলে তাদের করুণ পরিণত বরণ করতে হবে।’

ডা. শফিকুর বলেন, ‘২০-দলীয় জোট ঘোষিত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গোটা দেশ আজ অচল হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি স্থবির হয়ে পড়েছে। রাজধানী ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘সরকার বেপরোয়া হয়ে সারা দেশে জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে। বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে জামায়াতসহ ২০দলীয় জোটের তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘সিলেটের আদালত চত্বর থেকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতার করা হয়। এভাবে আদালত চত্বর থেকে একজন আইনজীবীকে গ্রেফতারের ঘটনা নজিরবিহীন।’

তিনি অভিযোগ করেন, ‘এ সরকার আইন-আদালত কোনো কিছুর ধার ধারে না। ক্ষমতার মোহ তাদের বেপরোয়া করে তুলেছে। তারা নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না। আজও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাসুদ মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।’

ডা. শফিকুর বলেন, ‘শান্তিপ্রিয় জনগণ, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সংলাপের মাধ্যমে সংকট নিরসনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। সরকার সে সবের তোয়াক্কা না করে নির্যাতন চালিয়ে গণআন্দোলনকে স্তব্ধ করে দিতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ যখনই রাজপথে নেমে এসেছে তারা বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যায়নি। এ আন্দোলনও সফল হবে, ইনশাআল্লাহ।’