ঢাকা: আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক যুবদলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বর্তমান সংসদ ও মন্ত্রিসভাকে অবৈধ উল্লেখ করে বলেন, এ সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নাই।
অলি আহমদ বলেন, বর্তমান সংসদ, জনগণের সংসদ নয়, বর্তমান মন্ত্রিসভা, জনগণের মন্ত্রিসভা নয়। এই মন্ত্রিসভা হলো আওয়ামী লীগের, আর সংসদ সদস্য হচ্ছে আওয়ামী লীগের। জনগণের সঙ্গে এদের কোন সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, সংবিধান রক্ষার জন্য নির্বাচন দিয়েছেন, গণতন্ত্র রক্ষার জন্য কি করবেন সে ব্যাপারে আপনাকে এখন চিন্তাভাবনা করতে হবে।
তিনি আরও বলেন, এলডিপির মতো দলকে বাদ দিয়ে দেশ চালানো সম্ভব, ১৮ দলের ১৬ দলকে বাদ দিয়ে দেশ চালানো সম্ভব কিন্তু বিএনপিকে বাইরে রেখে কারও পক্ষে দেশ চালানো সম্ভব নয়।