চর্মরোগ নির্ণয়ের নতুন পদ্ধতি নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে লেকচার কনফারেন্স

SHARE

বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির উদ্যোগে আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডার্মাটোলজি বিভাগের অনুষ্ঠিত হয় চর্ম রোগ নির্ণয় নতুন পদ্ধতি নিয়ে বিশেষ লেকচার কনফারেন্স।

ভারতের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এর অধ্যাপক ডাক্তার এম রামাম ভিডিও কনফারেন্সে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। একইসঙ্গে দেশের একাধিক প্রতিষ্ঠান থেকেও একই পদ্ধতিতে এই কনফারেন্সে বিভিন্ন পর্যায়ের চর্মরোগ বিশেষজ্ঞরা অংশ নেন।

মূল ভেনুতে এই কনফারেন্সে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ডার্মাটোলজি চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার। কনফারেন্সের সমন্বয় করেন বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সেক্রেটারি জেনারেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া।

কনফারেন্সে ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার রামাম চর্মরোগ নির্ণয় নতুন নতুন পদ্ধতির বিষয়ে নানান ধরনের দিকনির্দেশনা তুলে ধরেন। বিশেষ করে নতুন ধরনের চর্মরোগ নির্ণয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় এসময় গুরুত্ব দেওয়া হয়।