আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক রুপ দেওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। সে কারণেই দেশে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করা হবে। যেহেতু পদ্মা সেতু শেষ পর্যায়ে পাশেই শিবচরে খুব সুন্দর নান্দনিক জায়গা পাওয়া যাচ্ছে। এ কারণে এখানেই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এখানে যুগ্ম জজ আদালতও স্থাপন হবে। আজ সেই জমি পরিদর্শন করলাম।
আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার কেরানীরবাট এলাকায় প্রস্তাবিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির জায়গা পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই শিবচরকে দেখে আমার কাছে অনুকরণীয় মনে হয়। আমি চীফ হুইপ সাহেবকে সাধুবাদ জানাই এত সুন্দর পরিকল্পনা মাফিক শিবচরকে সাজানোর জন্য। আমরা যদি দেশের সকল উপজেলায় এভাবে উন্নয়ন করি তাহলে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সাজাতে চান সেভাবে সাজানো সম্ভব হবে।
এদিন আইনমন্ত্রী দত্তপাড়ায় মুজিব বাহিনীর কোষাধক্ষ্য সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দত্তপাড়ায় নবনির্মিত মসজিদ, পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়াম, দাদা ভাই পৌর সুপার মার্কেট, চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ, প্রেস ক্লাব, লালনমঞ্চ, রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন উন্নয়ন চিত্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমূখ।