বাংলাদেশিরা অবিলম্বে ভারত ছাড়ো। নাহলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তাদের তাড়ানো হবে। এমন পোস্টারে ছেয়ে গেছে ভারতের মুম্বাইয়ের বেশ কিছু এলাকা। এতে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির তরফে এমন পোস্টার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে।
তাতে লেখা রয়েছে, বাংলাদেশিরা ভারত ছাড়ো নাইলে এমএনএস স্টাইলে তাড়ানো হবে।
এসব পোস্টারে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) পার্টির প্রধান রাজ ঠাকরে এবং তার ছেলে অমিতের ছবি রয়েছে।
এর আগে ২৩ জানুয়ারি গেরুয়া রং এবং শিবাজির রাজ মোহরের ছবি দেওয়া নতুন দলীয় পতাকার উদ্বোধন করেছিলেন রাজ ঠাকরে। একইসঙ্গে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন।
এদিকে ভারতের এই রাজনৈতিক দলটির আগামী ৯ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করতে বিশাল র্যালি করার কথা রয়েছে।